সিঙ্গাপুরের স্কুলে বাংলা ভাষা
বাংলাদেশ ও ভারতের বাইরে সিঙ্গাপুরই একমাত্র দেশ, যেখানে জাতীয় পাঠক্রমের অধীনে মাতৃভাষা হিসেবে বাংলা শেখার সুযোগ রয়েছে। দেশটির সরকারের একটি নীতির কারণে সিঙ্গাপুরে বসবাসকারী বাঙালি প্রবাসীরা মাতৃভাষা ও দেশীয় সংস্কৃতির সঙ্গে যোগাযোগ অক্ষুণ্ণ রাখতে পারছেন।
ভাষার আত্মত্যাগের জন্য ২১ ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। ভাষার ক্রমতালিকায় বিশ্বে সেই বাংলার স্থান চতুর্থ। সেই ভাষার চর্চা বাড়ছে এখন দেশে দেশে।
সিঙ্গাপুরের মতো উন্নত দেশের শিক্ষাব্যবস্থায় স্বীকৃত হয়েছে বাংলার। দেশটির শিক্ষা মন্ত্রণালয় ১৯৯৩ সালে দক্ষিণ এশিয়ার পাঁচটি ভাষাকে জাতীয় শিক্ষা কার্যক্রমের আওতায় মাতৃভাষা হিসেবে অনুমোদন হয়। যার অন্যতম বাংলা অপর চারটি ভাষা হলো গুজরাটি, হিন্দি, পাঞ্জাবি ও উর্দু।
সিঙ্গাপুর থেকে ফিরে জামাল হোসেনের ক্যামেরায়, প্রতিবেদন করছেন আরিফুর রহমান।
প্রতিবেদনটি দেখতে ক্লিক করুন :