সিঙ্গাপুর বিএনপির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
সিঙ্গাপুরের বিএনপি ও এর অঙ্গসংগঠন ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। মঙ্গলবার একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সিঙ্গাপুর বিএনপির সভাপতি আবদুল কাদের, সাংগঠনিক সম্পাদক আবু সায়েম আজাদ, যুবদলের সভাপতি আশরাফুর রহমান খান রবিন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এস এম রুবেল পারভেজ, যুবদলের সহসাধারণ সম্পাদক মো. জামানসহ নেতাকর্মীরা।