সিঙ্গাপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশুদিবস পালিত
সিঙ্গাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন। গতকাল শনিবার বিকেলে ৫টার দিকে এ অনুষ্ঠান হয়।
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে হাইকমিশনের চতুর্থ তলায় অনুষ্ঠানটি শুরু হয়। দিবসটি উপলক্ষে দশম তলার অডিটরিয়ামে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় বাঙালি কমিউনিটির মিথুন সাহা, মো. সাহিদুজ্জামান ও পিএসসির সাবেক চেয়ারম্যান একরাম আহমেদ।
বক্তারা বলেন, সিঙ্গাপুরে বসবাসরত শিশুদের বাংলাদেশ ও বঙ্গবন্ধুর জন্মকথা, প্রবাসের মাটিতে স্বদেশপ্রেম ও বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে।
আর চিত্রাঙ্কনে ছিল বাংলাদেশের মানচিত্র, বঙ্গবন্ধুর ছবি, বায়ান্নর ভাষা সংগ্রাম ও গ্রাম বাংলার চিরাচরিত রূপ।
বিভিন্ন বয়সের শতাধিক শিশু ও কিশোর চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেয়।
আবৃত্তিতে ছিল বাঙালি একটি ফিনিক্স পাখি, স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা।
এ ছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১৮ জন প্রবাসী কবির লেখা বাংলা ও ইংরেজি ভাষার কবিতা সংকলন ‘পরবাসীকথা’ ও কবি মুকুল হোসাইনের ইংরেজি কবিতার বই 'মি মাইগ্রেন' গ্রহণ করেন হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান।
প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারী সবার হাতে বই তুলে দেন হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউন্সিলর সামিয়া হালিম ও ফারুক হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের বাঙালি কমিউনিটির নেতা, শতাধিক শিশু-কিশোরের অভিভাবক ও বেশকিছু সাহিত্যপ্রেমী।