অস্ট্রেলিয়ায় বৈশাখ বরণের অনুষ্ঠান
আকাশে মেঘ ছিল। কুইন্সল্যান্ডে ছিল সমুদ্রের বাতাসও। কিন্তু বৈশাখের অনুষ্ঠান, কোনো বাংলাদেশি কি আর বসে থাকবে? ওয়ালি পার্ক স্টেশনে লাগল বৈশাখী মেলার রং। যদিও বৈশাখ আসেনি এখনো। তাতে কি? বাঙালিরা নাচল, গাইল আর দূর থেকে দেশকে স্মরণ করল।
অস্ট্রেলিয়ায় গত শনিবার থেকে শুরু হলো ‘বাংলা মিউজিক অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল।’ লিটল বাংলাদেশ নামে পরিচিত ক্যান্টারবুরি সিটি কাউন্সিলের লাকেম্বা শহরে ওয়ালি পার্ক স্টেশনে ওই উৎসবের আয়োজন করা হয়। প্রথমবারের মতো এভাবে বৈশাখকে বরণ করে নিচ্ছেন বাংলাদেশিরা। কেবল বাংলাদেশি নয়, অন্য দেশের মানুষও উপভোগ করেছে বৈশাখের অনুষ্ঠান।
ওয়ালি পার্ক স্টেশনে দেখা যায় কারো হাতে লাল সবুজ পতাকা কারো মুখে আল্পনা। এ যেন এক উৎসবের নগরী। যদিও আরো দুটি বৈশাখী মেলা আগামী কয়েক মাসে অনুষ্ঠিত হবে কিন্তু প্রথম আয়োজনে আর সরকারি ছুটির দিন শনিবার থাকায় বাংলাদেশিদের ছিল উপচে পড়া ভিড়|
শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বিভিন্ন স্টলে ছিল খাবারের প্রদর্শনী। আর মূল মঞ্চে চলে বাংলা গান। শনিবার মঞ্চ মাতায় সিডনির জনপ্রিয় ব্যান্ড স্পর্শ।
মেলার অন্যতম আয়োজক চার্লস স্টুর্ট ইউনিভার্সিটির শিক্ষক শিবলী আবদুল্লাহ বলেন, ‘বাংলাদেশ ছাড়া অন্য দেশি মানুষের আগ্রহ ছিল লক্ষণীয়। এটাই আমাদের সার্থকতা, আমরা বাংলা সংস্কৃতিকে নিয়ে যাচ্ছি আন্তর্জাতিক মঞ্চে।’
ওই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল এনটিভি ও এনটিভি অনলাইন।