এনটিভি অস্ট্রেলিয়া পালন করবে যুগপূর্তি উৎসব
বাংলাদেশের আধুনিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি আগামী ৩ জুলাই পা দিচ্ছে ১৩ বছরে। গত ১২ বছরে এই চ্যানেল বাংলাদেশের দর্শককে দিয়েছে টপ রেটিং প্রোগ্রাম, নিউজ এবং পরিবারের আনন্দ দেওয়ার মতো সব রিয়েলেটি শো। বাংলাদেশে এনটিভিই একমাত্র টিভি, সারা দেশ থেকে প্রতিভা খুঁজে শুরু করেছে ক্লোজআপ ওয়ান বাংলাদেশ। তারই অনুকরণে আজকে বিভিন্ন টেলিভিশনে শুরু হয়েছে এই রিয়েলেটি শো। দেশের চাহিদা পূরণ করে এনটিভি তাদের কার্যক্রম শুরু করে যাচ্ছে বিদেশের মাটিতে। এনটিভিই একমাত্র চ্যানেল, তাদের কার্যক্রম একসঙ্গে দেশে-বিদেশের মাটিতে সম্পূর্ণ অফিস নিয়ে সৃষ্টি করেছে বাংলাদেশের টেলিভিশন জগতে এক বিরল ইতিহাস। বাংলাদেশের একমাত্র টেলিভিশন প্রথম অর্জন করেছে বিশ্ববিখ্যাত আইএসও সার্টিফিকেট। অস্ট্রেলিয়া মহাদেশ, আমেরিকা, কানাডা, ইউরোপ, লন্ডন ও দুবাইয়ে স্থায়ী অফিস নিয়ে কাজ করে যাচ্ছে আধুনিক টেলিভিশন এনটিভি।
দেশের একজন সফল ব্যবসায়ী, টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক আলী গত বছরের ৩ জুন অস্ট্রেলিয়ার সিডনির মার্টিন প্লেসে অস্ট্রেলিয়া মহাদেশের এনটিভি অফিস উদ্বোধন করেন। যদিও ২০১৩ সাল থেকে কিছুটা স্বল্প পরিসরে এনটিভি তাদের অস্ট্রেলিয়া কার্যক্রম পরিচালনা করেছে। এ উপলক্ষে অস্ট্রেলিয়ায় পালন করা হয় তিন দিনের উৎসব। সিডনি সিবিডি, রকডেল বাংলাদেশি এলাকা ও মেলবোর্নে অনুষ্ঠিত হয় এ উৎসব।
এনটিভি অস্ট্রেলিয়ার কান্ট্রি হেড রাশেদ শ্রাবন আমাদের জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এক যুগ পালন প্রস্তুতির সব কাজ শেষ পর্যায়ে। সিডনি ছাড়াও এ অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন স্টেটের রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিকে। এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক আলী অনুষ্ঠানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে টেলিকনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন এনটিভি অস্ট্রেলিয়ার হেড অব পাবলিক রিলেশন সায়মন সারোয়ার। সিডনির রকডেলে অবস্থিত বনফুল ফাংশান সেন্টারে অনুষ্ঠিত হবে এই জাঁকজমকপূর্ণ আয়োজন। সায়মন আরো জানান, এই অনুষ্ঠানে শুধু আমন্ত্রিত অতিথিরাই প্রবেশ করতে পারবেন।
এনটিভি অস্ট্রেলিয়ার কার্যক্রমকে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক। তিনি বলেন, এই চ্যানেল তাদের প্রতিটি কাজ করে যাচ্ছে খুব দক্ষতার সঙ্গে। তিনি আরো বলেন, তার দেখামতে, বাংলাদেশের কয়েক ডজন টেলিভিশনের মধ্যে এনটিভিই সেরা। এনটিভির সংবাদ সব সময় নিরপেক্ষ। রেজাউল হক আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে এনটিভি পৌঁছে যাবে সমগ্র পৃথিবীর বাংলাদেশিদের কাছে। সম্প্রতি যাত্রা শুরু করা এনটিভির অনলাইন পোর্টাল আরো একধাপ এগিয়ে নিয়ে গেছে টপরেটিং এই চ্যানেলটিকে—এমনটাই মনে করেন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি।