সিডনিতে বিএনপি অস্ট্রেলিয়া শাখার ইফতার মাহফিল
২৮ জুন রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সিডনির ল্যাকাম্বা রিমেম্বারেন্স হলে এই আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির অস্ট্রেলিয়া শাখার সভাপতি ডা. আব্দুল ওয়াহাব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া শাখা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিরুল হক জর্জ। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সহসম্পাদিকা মুন্নী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলস স্টেটের ল্যাকাম্বা আসনের এমপি জিহাদ দিপ, ক্যানটারবারি সিটি কাউন্সিলের কাউন্সিলর মার্ক এডলার, স্টেথফিল্ড সিটি কাউন্সিলের কাউন্সিলর রাজ দত্ত, অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক ফজলুল হক শফিক।
এ সময় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সুস্থ গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য বিএনপির সব নেতা-কর্মীকে এক সাথে আন্দোলন করার ওপর গুরুত্ব দেন বক্তারা। ইফতারের দ্বিতীয় পর্বে দেশের জন্য শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।