অস্ট্রেলিয়ায় শুভমিতা ব্যানার্জির সঙ্গীত সন্ধ্যা
দুই বাংলার জনপ্রিয় গায়িকা তারকা শুভমিতা ব্যানার্জি সঙ্গীত পরিবেশন করতে সদলবলে অস্ট্রেলিয়া যাবেন এ বছর। পাঁচজনের এই দলে শিল্পীর সাথে থাকছেন আরো চার বাদ্যযন্ত্রী। আগামী ১২ সেপ্টেম্বর সিডনির ক্যাম্পসিতে অবস্থিত অরিয়ন ফাংশন সেন্টারে ‘সুরের বন্যা নাচে’ শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন শুভমিতা।
‘সুরের বন্যা নাচে’ নামে একটি অ্যালবামও প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এতে ১০টি গান রয়েছে যেগুলোর কথা, সুর ও সার্বিক সঙ্গীতায়োজন করেছেন সাকিল আহমেদ। এই অনুষ্ঠানের দিনেই অ্যালবামটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করবেন শুভমিতা।
এই অনুষ্ঠানের আয়োজক ‘সুর ইভেন্টস’, যার প্রতিষ্ঠাতা সুমন সাহা। ২০১২ সালে সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস প্রাঙ্গণে তিন দিনব্যাপী অনুষ্ঠিত সঙ্গীত উৎসবের প্রধান আয়োজকদের মধ্যে সুমন সাহা ছিলেন অন্যতম। সে অনুষ্ঠানে ভুপিন্দর সিং, মিতালী সিং, উষা উথুপ, রুনা লায়লা, শ্রীকান্ত আচার্য, রেজওয়ানা চৌধুরী বন্যা, রুপম ইসলাম এবং অনেক স্থানীয় শিল্পী অংশ নিয়েছিলেন। এ বছর ২৫ এপ্রিল লিভারপুলের হুইটলাম সেন্টারে একিই প্রতিষ্ঠানের উদ্যোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী ঊষা উথুপের একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।