কুয়েতে বাংলাদেশি ‘ভুয়া চিকিৎসক’ গ্রেপ্তার
কুয়েতে লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি ও রোগীর দেখার অপরাধে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির হাওয়াল্লি অঞ্চলের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ অনুমতিহীন বেশ কিছু ওষুধ জব্দ করেছে।
স্থানীয় আরবি পত্রিকা আল–শাহেদের বরাত দিয়ে দেশটির একটি ইংরেজি দৈনিক এ খবর জানিয়েছে। গত রোববার এই খবর প্রকাশ করেছে আল -শাহেদ। তবে সংবাদমাধ্যমে ওই ব্যক্তিকে ভুয়া চিকিৎসক হিসেবে উল্লেখ করলেও তাঁর নাম প্রকাশ করা হয়নি।
খবরে বলা হয়, ওই ব্যক্তি রোগীপ্রতি ৫ দিনার করে ফি নিতেন। তা ছাড়া তাঁর রোগীর বেশির ভাগই আইন ভঙ্গকারী ও পলাতক অবৈধ প্রবাসী।
চিকিৎসাবিদ্যার ডিগ্রি নিয়ে কুয়েত আসা বিভিন্ন দেশের ডাক্তার, ফার্মাসিস্টরা কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরীক্ষায় পাস করে লাইসেন্স নিয়ে বৈধভাবে চিকিৎসাসেবার কাজ করার সুযোগ পান।
কুয়েতে অনুমোদন ছাড়া কিংবা কোনো ফার্মেসিতে চিকিৎসা ও পরামর্শ সম্পূর্ণ নিষিদ্ধ। দেশটির নিয়ম অনুযায়ী কোনো ফার্মাসিস্টও রোগীকে ইনজেকশন পুশ করতে পারবেন না। শুধু অনুমোদন পাওয়া সেবিকারা ইনজেকশন দিতে পারবেন, তাও সেটা হাসপাতালে দিতে হবে। দেশটিতে সাধারণ ওষুধ ছাড়া অন্য সব ধরনের ওষুধের জন্য চিকিৎসকের প্রেসক্রিপশনের প্রয়োজন হয়।