রিয়াদে বাংলাদেশির একক মালিকানায় ক্লিনিকের যাত্রা শুরু
সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশির একক মালিকানায় ও ব্যবস্থাপনায় সিআরবি পলি ক্লিনিকের যাত্রা শুরু হয়েছে। রিয়াদে বাংলাদেশি অধ্যুষিত বাঙালি মার্কেট বাথারের পাশে এটি অবস্থিত।
গতকাল সোমবার প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিশিষ্ট বাংলাদেশি ব্যবসায়ী মো. বশির আহমেদ নূর কর্মরত চিকিৎসক, নার্সসহ উপস্থিত সবাইকে নিয়ে কেক কেটে ক্লিনিকের উদ্বোধন করেন। এ সময় ক্লিনিকসংলগ্ন এলাকার বাংলাদেশিরা উল্লাসে মেতে ওঠেন। এই ক্লিনিকের মাধ্যমে সৌদি আরবে প্রথমবারের মতো কোনো ক্লিনিক বাংলা ভাষায় চিকিৎসাসেবা দেওয়া শুরু করল।
উদ্বোধনের পর চেয়ারম্যান বশির আহমেদ নূর এনটিভিকে বলেন, ‘প্রবাসী গরিব-অসহায়দের উন্নত স্বাস্থ্যসেবা দেওয়াই আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। সেবাই মহান ধর্ম—এ কথা মাথায় রেখেই আমার প্রতিষ্ঠানের যাত্রা।’ তিনি তাঁর প্রতিষ্ঠানে প্রবাসী সব বাংলাদেশিকে চিকিৎসাসেবা নেওয়ার জন্য আহ্বান জানান।
সিআরবি পলি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. বাক্ত নেওয়াজ বলেন, ‘ভালো এবং উন্নত চিকিৎসাসেবা প্রদান করাই আমাদের প্রধান কাজ। এশিয়ার সব দেশের রোগীরা এখানে ভালো চিকিৎসা পাবেন।’ তিনি বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানিদের এখান থেকে তুলনামূলক কম খরচে উন্নত চিকিৎসা নেওয়ার আহ্বান জানান।
সিআরবি পলি ক্লিনিকে চিকিৎসক হিসেবে রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য ডা. মো. শাহিদুল হক দেওয়ান। তিনি বলেন, প্রবাসীদের রেমিটেন্সের কারণে দেশ উন্নত ও সমৃদ্ধির পথে। কিন্তু প্রবাসীরা সব দিক থেকে অবহেলিত। তাই সৌদি আরবে এই প্রথম প্রবাসীদের কল্যাণের কথা মাথায় রেখে গড়ে উঠেছে সিআরবি পলি ক্লিনিক।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বেলাল হোসেন বাহার তাঁর ২২ বছরের অভিজ্ঞতার আলোকে বলেন, প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই ক্লিনিকের যাত্রা। অর্থনৈতিক মূলধনের চেয়ে প্রবাসীদের কল্যাণ সাধনই সিআরবি পলি ক্লিনিকের মূল দর্শন বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
সিআরবি পলি ক্লিনিকে বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, অ্যারাবিয়ান অভিজ্ঞ নারী ও পুরুষ চিকিৎসক রয়েছেন। নিজস্ব প্যাথলজি বিভাগ, এক্সরে, ইসিজি, আলট্রাসনোগ্রাফিসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা আছে। রোগীদের জন্য ক্লিনিকের নিজস্ব ফার্মেসিতে বিশেষ ছাড়ে ওষুধ বিক্রি করা হয়।
সোমবার উদ্বোধনের পর শত শত প্রবাসীকে বিশেষ ইফতারির মাধ্যমে আপ্যায়ন করে সিআরবি পলি ক্লিনিক। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে পুরো সিআরবি পলি ক্লিনিক এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।