মক্কা ও জেদ্দায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
সৌদি আরবের মক্কা ও জেদ্দায় বিএনপির পৃথক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনি ও রোববার দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানসহ সৌদি আরবের পূর্বাঞ্চল কমিটির নেতারা। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুর রহমান, প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা তাজুল ইসলাম গাজী, সৌদি আরব পূর্বাঞ্চল যুব দলের সভাপতি ও সৌদি আরবের বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির, প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ফয়েজ প্রমুখ।
মতবিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান প্রবাসী বিএনপির নেতাকর্মীদের কথা মনোযোগ দিয়ে শোনেন। ওই সময় তিনি দলকে ঐক্যবদ্ধ করার তাগিদ দেন।