দেশ-বিদেশে বিএনপিতে ঐক্যের বিকল্প নেই
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর বলেছেন, দেশ-বিদেশে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দলের জন্য কাজ করতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই।
সৌদি আরবের দাম্মামে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আবু জাফর এসব কথা বলেন। তিনি ফরিদপুর-১ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দাম্মাম প্রদেশ বিএনপির আহ্বায়ক সফিউর বশর মুকুল পাটওয়ারী। সঞ্চালনা করেন বিসমিল্লাহ মঞ্জু ও জাহিদুল ইসলাম আজাদ। সভায় বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ কাশেম খান।
সভায় দাম্মাম, আল খোবার, কাতিক, আল হাসা, আবকিকসহ আশপাশের অঞ্চল কমিটির বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের হেফাজত চেয়ে বিশেষ দোয়া করা হয়।