বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলার প্রতিবাদে সৌদি আরবে সভা
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম বিএনপি সৌদি আরব শাখা। গতকাল মঙ্গলবার সৌদি আরবের রিয়াদের বাথা বাংলা মার্কেটের একটি হোটেলে এই উপলক্ষে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভা পরিচালনা করেন প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম বিএনপি সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাকের। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম খোকন। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম বিএনপি সৌদি আরব শাখার প্রধান উপদেষ্টা আবদুল হাকিম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম গাজী, প্রচার সম্পাদক মোহাম্মদ কাজী আইয়ুব আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহফুজ পাটওয়ারী এবং মাজহারুল মিটন, প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির, প্রবাসী চট্টগ্রাম বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোজাফফর হোসেন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাসুদ, সহ-সাধারণ সম্পাদক সারোয়ার ইসলাম সুমন, চট্টগ্রাম রাউজানের উপজেলা ছাত্রদলের সভাপতি লিটন মহাজন।
উপস্থিত অতিথি ও বক্তারা বলেন, গত রোববার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর গাড়িবহরে আওয়ামী লীগের কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালায় যা সরকারের হীনমন্যতার পরিচয়। এই হামলা প্রমাণ করে দেশে কোনো গণতন্ত্র নেই।
বক্তারা আরো বলেন, মির্জা ফখরুল একজন ক্লিন ইমেজের মানুষ। এ রকম একজন রাজনৈতিক ব্যক্তির ওপর হামলা উদ্দেশ্য প্রণোদিত। হামলার সুষ্ঠু তদন্ত করে বিচারও দাবি করেন বিএনপি নেতারা।
গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় গাড়ির ভাঙা কাচে মির্জা ফখরুল, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হন। সম্প্রতি পাহাড়ধসে সংশ্লিষ্ট এলাকার মানববিপর্যয়ে বিপন্ন এলাকা সরেজমিনে দেখতে ও অসহায় মানুষের পাশে দাঁড়াতেই সেখানে যেতে চান বিএনপি নেতারা।