বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলার প্রতিবাদে দাম্মামে সভা
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর গাড়িবহরে হামলার প্রতিবাদে সভা করেছে সৌদি আরবের দাম্মাম প্রদেশ বিএনপি।
গত সোমবার দাম্মামে আয়োজিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দাম্মাম প্রদেশ কেন্দ্রীয় বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিন। সভা সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিপন।
হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন দাম্মাম কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নিয়ামত উল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সাগর ও প্রচার সম্পাদক শরিফ মাহমুদ দুর্জয়, দাম্মাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মো. জালাল উদ্দিন, সহসভাপতি পিয়ারু হোসেন, সাধারণ সম্পাদক বখতিয়ার উদ্দিন ও জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন লিটন, আল খোবার জেলা বিএনপির সভাপতি কাশেম মাহমুদ, আল রাবিয়া বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মিজানুর রহমান, প্রবাসী মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস কে রনি, আল হারাজ বিএনপির শামীম প্রমুখ।
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল খোবার জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান বাদল ও মোয়াজ্জেম হোসেন, আল রাবিয়া বিএনপির সভাপতি সোহেল আহমেদ, প্রবাসী মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইমরান শেখ চট্টগ্রাম জেলা যুবদলের নেতা ফরকানুল হক, সাইফুল আলম, মুনছুর আহম্মদ, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ আলাউদ্দিনসহ আরো অনেকে।
বক্তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর মতো পরিচ্ছন্ন রাজনীতিবিদদের গাড়ি ও ত্রাণবহরে হামলা করে আওয়ামী লীগ সরকার তাদের রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয় দিয়েছে।
বক্তারা বিএনপি মহাসচিব ও ত্রাণসামগ্রী বহন করা গাড়ির বহরে হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। অন্যথায় সময়মতো সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় গাড়ির ভাঙা কাচে মির্জা ফখরুল, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হন। সম্প্রতি পাহাড়ধসে সংশ্লিষ্ট এলাকার মানববিপর্যয়ে বিপন্ন এলাকা সরেজমিনে দেখতে ও অসহায় মানুষের পাশে দাঁড়াতেই সেখানে যেতে চান বিএনপি নেতারা।