কুয়েতের ১৩ জায়গায় বাংলা খুতবায় ঈদের নামাজ
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে আজ রোববার। পবিত্র এই দিনে দেশটির ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় ১৩টি স্থানে বাংলা খুতবাসহকারে ঈদের নামাজ আদায় করবেন বাংলাদেশিরা।
স্থানগুলো হচ্ছে—হাসাবিয়া বড় মসিজদ, মাহবুলা গাতা নম্বর ১ ও ৩, আব্বাসিয়া গাতা নম্বর ৪, মুরগাব কুয়েত সিটি, আমগারা কেপিটিসি ব্র্যাক, জাহরা গানাম বাজার, সুলাইবিয়া, ফারওয়ানিয়া গাতা নম্বর ৫, চেবদী (ঘোড়ার নাদী), জাহরা নাদী ফুরুসিয়া, সালমিয়া গাতা নম্বর ৩, হাসাবিয়া গাতা নম্বর ২, হাসাবিয়া ৬ নম্বর রোডসংলগ্ন মসজিদ।
ঈদের এসব জামাতে ইমামতি করবেন মাওলানা আবদুর রব সরদার, মাওলানা মুশতাকুর রহমান, হাফেজ মাওলানা নূরুল আলম, হাফেজ খুরশীদ আলম, মাওলানা বদরুল ইসলাম, একরাম হুসাইন রফিকুল্লাহ, হাফেজ মাওলানা ইমদাদুল হক, মাওলানা মামুনুর রশীদ, হাফেজ মুহিউদ্দীন, মাওলানা সাইফুল্লাহ কামাল, মাওলানা মাশহুদুর রহমান, মাওলানা হাবীবুর রহমান ও মাওলানা আবদুর রহীম। স্থানীয় সময় ভোর ৫টা ৫ মিনিটে একযোগে ঈদের জামাত শুরু হয়।
প্রতিবছরের মতো এবারও বাংলাদেশিদের সর্ববৃহৎ ঈদের জামাত হাসাবিয়া বড় মসজিদে অনুষ্ঠিত হবে। সেখানে দূতাবাসের কর্মকর্তারা প্রবাসীদের সঙ্গে ঈদের নামাজ পড়বেন।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি কুয়েত আমিরের আমন্ত্রণে এবার ঈদের জামাত গ্র্যান্ড মসজিদে আদায় করবেন বলে জানা গেছে।