রিয়াদে প্রীতি ফুটবলে এনটিভি টিম জয়ী
সৌদি আরবের রিয়াদে ঈদ আনন্দ উৎসবে প্রীতি ফুটবল টুর্নামেন্টে এনটিভি টিম বাংলাদেশি সিআরবি পলিক্লিনিককে হারিয়েছে। সম্প্রতি রিয়াদের জনপ্রিয় ফুটবল দল প্রবাস বাংলা ফুটবল ক্লাবের ব্যবস্থাপনায় রিয়াদের অলিম্পিক মাঠে এই প্রীতি ফুটবল খেলা হয়।
এনটিভি ফুটবল টিম সিআরবি পলিক্লিনিককে ৫-৩ গোলে হারিয়ে বিজয় অর্জন করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কারি মো. আবদুল হাকিম।
বিশেষ অতিথি ছিলেন সিআরবি পলিক্লিনিকের পারসোনাল ম্যানেজার বেলাল হোসেন বাহার, এনটিভির সৌদি আরব ব্যুরো প্রধান ফারুক আহমেদ চান, সৌদি আরব দাম্মাম প্রদেশের বিশিষ্ট সমাজসেবক নিয়ামত উল্যাহ, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি নজরুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক ও মাই টিভির সৌদি আরব ব্যুরো প্রধান আবদুল হালিম নিহন।
খেলায় সেরা খেলোয়াড়ের পুরস্কার পান এনটিভি টিমের অধিনায়ক সোহেল রানা। সেরা গোলরক্ষকের পুরস্কার পার সিআরবি পলিক্লিনিক টিমের অধিনায়ক ফকির আল আমিন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফিরোজ খান। খেলায় বিপুল প্রবাসী দর্শক সমাগম হয়। উপস্থিত প্রবাসীরা এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।