সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা
সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে গত শুক্রবার সিঙ্গাপুর শহরের চায়নিজ সাংস্কৃতিক কেন্দ্রে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘বাংলাদেশ সোয়রে’ (Bangladesh Soiree) শিরোনামের এই অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের পাঠানো শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, সিঙ্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। তাঁরা সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন।
সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান। বিদেশের মাটিতে দেশের সংস্কৃতিকে সংগীত ও নৃত্যকলার মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপনের জন্য তিনি শিল্পী ও কলাকুশলীদের আন্তরিক ধন্যবাদ জানান।