দক্ষিণ কোরিয়ায় বিএনপির কমিটি গঠন
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কমিটি গঠিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার খিয়ংগিদো প্রদেশে খোয়াংজু শহরে বিএনপির নির্বাহী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। দক্ষিণ কোরিয়া বিএনপির শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এম জামান সজল ও হাসিবুল কবির হাসিব।
এম জামান সজল সভাপতি পদে আবার পুনর্নির্বাচিত হয়েছেন। নতুন কমিটিতে সিনিয়র সভাপতি পদে মোহাম্মদ মুনীর হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক পদে ইমন রহমানকে নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি সম্রাট হাওলাদার রাজু, ছোটন আহমেদ, জাহাঙ্গীর হোসেন, আসাদুজ্জামান জুয়েল, মো. গোলাম হাফিজ সৈকত, তাজুল ইসলাম টনি, জাকির হোসেন নিক্সন, মো. হান্নান রিন্টু, সামছুদ্দোহা প্রিন্স, মোফাজ্জেল হোসেন খান, ওয়াদুদ সরকার, সম্রাট হোসেন স্বপন ও বাবুল হোসেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামান সরকার নলেজ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফেরদৌস টিটু, জাহিদ হাসান, শান্ত শেখ, সোহেল রানা, আ. হালিম এবং সহসাংগঠনিক পদে মুকুল কিম ও সাগর।
দক্ষিণ কোরিয়া বিএনপির পূর্ণাঙ্গ কমিটি খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইমন রহমান।
জাতীয়তাবাদী আদর্শে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে সামাজিক দায়িত্ব পালন করবে নতুন গঠিত এই কমিটি। বিদেশের মাটিতে বাংলাদেশের যাতে সুনাম অর্জন হয়, সে ক্ষেত্রে সুন্দর রাজনৈতিক অবস্থান সুংসহত করতে বদ্ধপরিকর নতুন নির্বাচিত কমিটি।