দক্ষিণ কোরিয়া বিএনপির সদস্য সংগ্রহ ও কর্মিসভা অনুষ্ঠিত
দক্ষিণ কোরিয়ার পিয়ংটেকে বিএনপি দক্ষিণ কোরিয়া শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ ও কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ জুলাই অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন হারুন রশিদ হিরণ। পরিচালনা করেন এম এ কাশেম আলীম। সদস্য সংগ্রহ ও কর্মিসভা কোরিয়ার বিভিন্ন সিটি কমিটির বিপুলসংখ্যক নেতাকর্মীর আগমনে মুখর হয়ে ওঠে। বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনেক কর্মী-সমর্থক সদস্য ফরম পূরণ করেন।
বক্তব্য দেন জুবলী জিয়া, মনির পাটোয়ারী, মোহাম্মদ জলিল মিয়া, মাশরাফি বিন মূরতজা। সভায় উপস্থিত ছিলেন লিয়াকত আলী প্রধান, ফিরোজ খান, কুনসান সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান কাঞ্চন, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাদল, ইনছন সিটি বিএনপির সাধারণ সম্পাদক জলিল, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল দাস, উজাম্বু সিটি বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বাদল, সোয়ান সিটি বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ গোলাম সারোয়ার, পিয়ংরটেক সিটি বিএনপির সভাপতি নাজমুল হুদা বাসার, সাধারণ সম্পাদক আবুল মনসুর মামুনসহ বিভিন্ন সিটি বিএনপি ও কোরিয়া বিএনপির কেন্দ্রীয় নেতারা।
দক্ষিণ কোরিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ নুরুল আমিন চৌধুরীর আকস্মিক মৃত্যুবরণ করায় এবং বেশ কিছু সংখ্যক নেতাকর্মী দেশে ফিরে যাওয়ায় উপস্থিত নেতাকর্মীরা নতুন কমিটি গঠনের দাবি জানান। এ সময় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে হারুন অর রশিদ হিরণকে সভাপতি, জাহাঙ্গীর আলমকে সিনিয়র সভাপতি, সেলিম রেজা রাজিবকে সাধারণ সম্পাদক, এম এ কাশেম আলীমকে সিনিয়র যুগ্ম সম্পাদক এবং মনির পাটোয়ারীকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন সহসভাপতি জুবলী জিয়া, হাবিবুর রহমান হাবিব, কিম কামাল, লিয়াকত আলী প্রধান, মোফাজ্জল হোসেন খান, ছিদ্দিকুর রহমান, আলমগীর সোলায়মান, লিয়াকত আলী সরকার, আবদুল জলিল, আক্তার হোসেন, মোহাম্মদ বাদল, ইব্রাহীম খান ইভু, রোকনুজ্জামান লিটন, ফিরোজ খান, সৈয়দ মোহাম্মদ গোলাম সারোয়ার, নাজমুল হুদা বাশার, রতন আহমেদ, আবুল মনসুর মামুন, মোহাম্মদ হাফিজ, ওমর ফারুক রনি, বাবুল শাহা, মহসিন আলী, এম ইউ আহম্মেদ মোশারফ ও এস এম সোহরাব হাওলাদার।
যুগ্ম সম্পাদক হয়েছেন মোহাম্মদ জলিল মিয়া, হাবিবুর রহমান কাঞ্চন, মাশরাফি বিন মূরতজা, কামরুল ইসলাম, উজ্জ্বল দাস, মোহাম্মদ রাসেল খান, কামরুজ্জামান শিকদার ও জহিরুল ইসলাম।
সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন- শফিক ইসলাম ও শাহনেওয়াজ জুয়েল। সহ-সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম বাদল, শিফন খান, জিয়া, মোহাম্মদ আলম ও রিজভী রহমান মনজু, দপ্তর সম্পাদক পদে নূর মোহাম্মদ, প্রচার সম্পাদক ফয়সাল কবির ও সহপ্রচার সম্পাদক পদে দীপক কুমার পুষ্প দায়িত্ব পেয়েছেন।
উপস্থিত নেতাদের সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে পাঠানো হবে।