মক্কায় হজে গিয়ে বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের মক্কা নগরীতে হজ পালন করতে আসা এক বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মক্কা হজ মিশনের হজ আইটি হেল্প ডেস্কের তথ্য অনুয়ায়ী, শুক্রবার সৌদি আরবের মক্কা মোকাররমায় নেত্রকোনা জেলার সদর উপজেলার খন্দকার এ আর ইউসুফ (৭৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর পাসপোর্ট নম্বর বিএম ০৯২৩২৫৩।
হজ্জ কাউন্সিলের সর্বশেষ তথ্য মতে, শুক্রবার পর্যন্ত এক হাজার ৯১১ জন হজযাত্রী সৌদি আরব এসে পৌঁছেছেন। এর মধ্যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ২৩টি ও সৌদি এয়ারলাইন্স ৩০টি ফ্লাইট পরিচালনা করেছে।