কুয়েতে দুই পক্ষের সংঘর্ষে বাংলাদেশি নিহত
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের দুটি পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে তিনজন।
স্থানীয় সময় গত সোমবার কুয়েতে বাংলাদেশি অধ্যুষিত হাসাবিয়া অঞ্চলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুর রউফ। তাঁর বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়। সংঘর্ষে আহতদের স্থানীয় ফরওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আবদুল লতিফ খান এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সংঘর্ষে জড়িত সবাই হাসাবিয়া অঞ্চলে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত। চাঁদাবাজি সংক্রান্ত বিষয়ের জের ধরে এই হতাহতের ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।
স্থানীয় আইনে এই সংঘর্ষের তদন্ত চলছে। মৃতদেহ যথাসময়ে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান লতিফ খান।
এদিকে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সোমবার রাতের ওই সংঘর্ষের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আট ব্যক্তিকে আটক করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।