সিঙ্গাপুরে রবীন্দ্র-নজরুল জয়ন্তী মেলা
গত শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুরে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী মেলা অনুষ্ঠিত হয়েছে । সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সেন্টার ফর আর্টের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানটি নানইয়াং টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের নর্থ ওয়ান অডিটরিয়ামে আয়োজন করা হয়।
বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য নিয়ে বিশ্বভাষার অভূতপূর্ব মিলনমেলা ঘটে এই অনুষ্ঠানে। জয়ন্তী মেলার অনুষ্ঠানে হৃদয়ে নজরুলের চেতনা আর রবীন্দ্রনাথের অনুভূতিকে তুলে ধরা হয়েছে বাংলা, ইন্দোনেশীয়, চাইনিজ ও ইংরেজি ভাষায়। সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ও নজরুলের সুরে, কবিতায় আবহমান বাংলাকেই তুলে ধরা হয়েছিল।
রবীন্দ্রনাথের কবিতা 'আশীর্বাদ' ইন্দোনেশীয় ও ইংরেজি ভাষায় আবৃত্তি করেন কবি ও ভ্রমণ সাহিত্যিক শিভাজী দাস এবং ইউ এন চেন আবৃত্তি করেন ইংরেজি ও চাইনিজ ভাষায় রবীন্দ্রনাথের কবিতা 'বটগাছ'ও ইউল্যান্ডা এউ চাইনিজ ও ইংরেজি ভাষায় আবৃত্তি করেন ‘ভ্রষ্ট লগ্ন'।
উক্ত অনুষ্ঠানে ছিল বিদ্রোহী, বাঁশিওয়ালা, সৃষ্টি সুখের উল্লাসে, আমি, পূজোর সাঁজ, বাংলাদেশসহ বেশকিছু কবিতার আবৃত্তি।
আবৃত্তিতে ছিলেন পরমিতা চ্যাটার্জি, শবনম আক্তার, শাহীন আমিনুল্লাহ্, জাকিয়া জেসমিন, এ কে এম সাইফুল্লাহ্, তাহসিনা হোসাইন তুলী, মনির আহমদ ও রঞ্জন চক্রবর্তী।
সঙ্গীত পরিবেশনায় ছিলেন সুবর্ণা তাসনিম, স্বাগতা ভট্টাচার্য, সুস্মিতা ব্যানার্জি, জহুরুল হাসান, সোমদত্ত গোস্বামী, অমৃতা বন্দ্যোপাধ্যায়, শুচিতা ভট্টাচার্য ও রাখি চ্যাটার্জি। অনুষ্ঠানে দলীয় সঙ্গীত পরিবেশনে ছিলেন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সেন্টার ফর আর্ট শাখার শিক্ষক ও ছাত্রছাত্রীরা।
বাংলাদেশ সোসাইটির সেন্টার ফর আর্ট অনুষ্ঠানে সেতারে ছিলেন চন্দ্রনাথ ভট্টাচার্য, তবলায় শুভেন্দু মুখার্জি ও বাঁশিতে ভিষ্ণু ভেলুরী অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল মান্নান এবং সাংস্কৃতিক সম্পাদক জাহানারা খান বেবী।