সিঙ্গাপুরে জন্মাষ্টমী উদযাপিত
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে সিঙ্গাপুরে বসরাসরত প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন করেছে। প্রতি বছরের মতো এবারও গত সোমবার রাধা-মাধব সেবা সংঘ সিঙ্গাপুরের হলি ট্রি শ্রী বালাসুব্রামানিয়ার মন্দিরে জন্মাষ্টমী উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্তদের ঢল নামে মন্দিরে। মন্দিরে আগত ভক্তরা শ্রীকৃষ্ণের বিগ্রহে দুধ দিয়ে অনুষ্ঠানের সূচনা করে।
জন্মাষ্টমীর অনুষ্ঠানে আলোচনা সভা ছাড়াও ভক্তিমূলক গান পরিবেশন করেন শিল্পীরা।
সভায় প্রকৌশলী রাজীব শীল জীবন ভগবান শ্রীকৃষ্ণের জীবনীলেখ্য পাঠ করেন। পরে ভক্তিমূলক গানের মধ্য দিয়ে সঙ্গীতানুষ্ঠান শুরু হয়। ভক্তরা মন্দিরে আরতি, গুরু বন্দনা, কৃষ্ণের শতনাম কীর্তন ও মহানাম সংকীর্তনে অংশ নেয়।
সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে উলুধ্বনি, শঙ্খধ্বনির পর বাদ্যযন্ত্রের সুর উপভোগ করে ভক্তরা।
সবশেষে জন্মাষ্টমীর অনুষ্ঠানে সহযোগিতার জন্য সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন রাধাগোবিন্দ সেবা সংঘের সিঙ্গাপুরের সভাপতি ননী গোপাল দেবনাথ ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব।
দিনব্যাপী অনুষ্ঠানে ভক্তরা ভগবানের কাছে বিশ্বশান্তির প্রার্থনা করেন।