স্পেনে প্রবাসীদের ঈদ উদযাপন
স্পেনের মাদ্রিদে উৎসবমুখর পরিবেশে ঈদ পালন করেছে প্রবাসী বাংলাদেশিরা। প্রচণ্ড দাবদাহের কারণে সকাল ১০টার মধ্যেই শেষ হয় ঈদের নামাজের সব জামাত। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সাড়ে ৭টায়, এতে ইমামতি করেন হাফেজ শরফ উদ্দিন আজাদ। দ্বিতীয় জামাতে পাকিস্তানি মসজিদের ইমাম মুহাম্মেদ ইমামতি করেন।
বাঙালি অধ্যুষিত কাসিনো পার্কে প্রায় তিন হাজার বাংলাদেশিসহ মরক্কো, সেনেগাল, পাকিস্তানি ছাড়াও অন্যান্য দেশের মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন। এ ছাড়া স্পেনের সবচেয়ে বড় মসজিদ ভেনতাসে সকাল ৯টায় প্রায় ১০ হাজার মুসল্লির উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। স্পেনের বার্সেলোনা ও শান্তা কলমা এলাকায় বাংলাদেশিদের পরিচালিত মসজিদগুলোতে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া মালাগা, সেভিয়া, আলি-কান্তেসহ অন্যান্য শহরে আনন্দমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।এ সময় উল্লেখযোগ্য নেতাদের মধ্যে ছিলেন স্পেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদ্রুত শাখাওয়াত হুসাইন, শিল্পী মনিরুল ইসলাম, খুরশেদ আলম মজুমদার, আল মামুন, সাহাবুদ্দিন আহমেদ, জাকির হোসেন, আব্দুর রাজ্জাক, এ কে এম জহিরুল ইসলাম, মুজাম্মেল হক চৌধুরী তারেক, এস আশরাফুল হক, মুরশেদ আলম, গোলাম মোস্তফা জাহাঙ্গীর, মিনহাজুল আলম মামুন, ফজলে এলাহী, কামরুজ্জামান সুন্দর, রমিজ উদ্দিন, খায়রুজ্জামান জামান, সোহেল ভুইয়া, ফয়জুর রহমান, শিপার আহমেদ, নাজমুল ইসলাম প্রমুখ।
স্পেনে বাংলাদেশের মতো ঈদের আমেজ না পেলেও প্রবাসীদের মধ্যে আনন্দের কমতি ছিল না।