সৌদি আরবে জাতীয় শোক দিবস পালিত
সৌদি আরবের রিয়াদ কেন্দ্রীয় আওয়ামী পরিষদ ও বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়। শুক্রবার রাতে রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নিহত তাঁর পরিবারের সব সদস্যের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
সভায় রিয়াদ কেন্দ্রীয় আওয়ামী পরিষদের সভাপতি মোহাম্মদ আলী নূর সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রিয়াদ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাক্তার মো. শাহ আলম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক এম আর মাহাবুব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি কৃষিবিদ শামীম আবেদিন।
সেখানে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. আবদুস সালাম, রিয়াদ আওয়ামী যুবলীগের সভাপতি এম এ জলিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইউছুফ খান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি সোলায়মান বাদশা প্রমুখ।