স্ত্রীসহ হজ করতে গেলেন দুই মন্ত্রী
সৌদি আরবে পবিত্র হজ করতে গেছেন নৌমন্ত্রী শাজাহান খান ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
এর মধ্যে নৌমন্ত্রী ২৪ আগস্ট রাতে ঢাকা ত্যাগ করেন। তাঁর সঙ্গে আছেন স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম। আগামী ৬ সেপ্টেম্বর তাঁরা দেশে ফিরতে পারেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রায় একই সময় হজ করতে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তাঁর সঙ্গে আছেন স্ত্রী লৎফুল তাহমিনা খান ও ছোট ভাই। গত ২৫ আগস্ট তাঁরা সৌদি আরবের জেদ্দায় পৌঁছান।
এরপর আসাদুজ্জামান খাঁন কামাল গতকাল শনিবার রাতে মক্কায় বাংলাদেশ হজ মিশনে পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশের হজযাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
একের পর এক হজ ফ্লাইট বাতিল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে, সে ফ্লাইটের যাত্রীগুলো পুনরায় সৌদি আরবের আসছেন। এ ক্ষেত্রে হাবের (হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) কোনো সদস্য যদি প্রতারণা করে থাকে তাহলে আমরা কাউকে ছাড় দেব না। আমরা আইন অনুযায়ী তাদের শাস্তি দেব। বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় ও মক্কা হজ মিশনের ব্যবস্থাপনায় আসন্ন হজে সবাই সঠিকভাবে হজ পালন করতে পারবে।
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল মক্কা হজ মিশনের আইটিসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং হাজিদের খোঁজ-খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন মক্কা আওয়ামী পরিষদের গোলাম মোস্তফা, কামাল খাঁন, হানিফ, আবুল হোসেন, সফিকুর রহমান, মক্কা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নবীন খাঁন, এরশাদ মোল্লা, শেখ লিটনসহ মক্কা আওয়ামী পরিবারের বিপুলসংখ্যক নেতাকর্মী।