সিডনির বুটিক এক্সপোতে বাংলাদেশি পোশাক
অস্ট্রেলিয়ার সিডনিতে বসেছিল বাংলাদেশি পোশাকের মেলা। ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজন করা হয় এই বুটিক এক্সপো।
গতকাল শনিবার সিডনির রক ডেল টাউন হল অডিটরিয়ামে এই বুটিক এক্সপোর আয়োজন করে গো ইভেন্টস। এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল এনটিভি।
দেশি আমেজে আর লাল সবুজ রঙে সাজানো হয় মেলার স্টলগুলো। এক্সপোতে বাংলাদেশি ফ্যাশন হাউস অঞ্জনস ও চারুলতা তাদের নতুন ঈদ কালেকশন দর্শকদের সামনে তুলে ধরেন ফ্যাশন শোর মাধ্যমে।
এ ছাড়া সিডনি শাড়ি, রিভা ফ্যাশন, ওজময়ূরী, খাজানা, খুবসুরাত, ইউনিক কালেকশন, মা, শাড়ি বি, ইনস্টাইল জুয়েলারি, ডায়মন্ড ডায়াপারসহ বেশ কিছু ভারতীয় ও পাকিস্তানি প্রতিষ্ঠান অংশ নেয়।
অনুষ্ঠানটির আয়োজক এবং গো ইভেন্টসের কর্ণধান মুরসালীন জিতু এনটিভিকে জানান, ভবিষ্যতে এ ধরনের মেলা আরো করার পরিকল্পনা রয়েছে। যেখানে প্রবাসী ও অস্ট্রেলিয়ার নাগরিকদের সামনে তুলে ধরা হবে বাংলাদেশের তৈরি পোশাকসহ বেনারসী শাড়ি।