দক্ষিণ কোরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দক্ষিণ কোরিয়ার বাণিজ্যিক শহর বুসানে খিয়ংনাম শাখায় এই সভার আয়োজন করে দক্ষিণ কোরিয়া বিএনপি।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে মুক্ত গণতান্ত্রিক ধারা চালু হবে এবং তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। দক্ষিণ কোরিয়ার কিমহে সিটির ওয়াইএমসি হলরুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন।
খিয়ংনাম শাখার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সালাম শেখ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ কোরিয়া বিএনপির সভাপতি এম জামান সজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ কোরিয়া বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল কবির, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা কে এম আসাদ, সহসভাপতি কিম জাকির নিক্সন, সাংগঠনিক সম্পাদক ইমন রহমান, খিয়ংনাম সাধারণ সম্পাদক মাজহারুল হক পাপ্পু, সাইফুল ইসলাম সাগর, সোহেল রানা, নাদিম সোহেল, মনির মাঝী। আলোচনা সভাটি পরিচালনা করেন সোহেল চৌধুরী।