স্পেনে ঈদ পুনর্মিলনী
স্পেনের মাদ্রিদে গত ২০ জুলাই অনুষ্ঠিত হয় বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী। এতে সব মানঅভিমান, মতবিরোধ ভুলে প্রবাসীরা যোগ দেন সপরিবারে। ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদের প্রাণকেন্দ্র পার্ক রিও দা মান্সানায় গত মঙ্গলবার গ্রেটার সিলেট স্পেনের আয়োজনে এই অনুষ্ঠান হয়।
আল মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সিপার আহমদের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন উপদেষ্টা এস আশফাকুল ইসলাম, ইসলাম উদ্দিন, মাওলানা আব্দুর রাজ্জাক, কামরুজ্জামান সুন্দর, আব্দুল কাইউম সেলিম, সোহেল আহমেদ সামছু, আব্দুল কাইউম মাসুক, লুতফুর রহমান, ফয়জুর রহমান বড় ভাই, খায়রুজ্জামান জামান, সাংবাদিক নুরুল ওয়াহিদ,বকুল খান, সেলিম আলম, রমিজ উদ্দিন, নুরুল আলম, জালাল আহমদ, সঞ্জু মিয়া, নাজমুল ইসলাম নাজু, এ কে এম জহিরুল ইসলাম, জাহিদুল হক মাসুদ,আইয়ুব আলী,মাহবুবুর রহমান, আবু জাফর রাসেল, শাওন আহমেদ হুমায়ুন কবির রিগ্যান, সাইফুল আলম, আমিন চৌধুরী, আকাশ ফাহমিদ, ফজির আলী নাদিম, সুমন হাওলাদারসহ অনেকেই।
বিকেল ৬টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে অনুষ্ঠান। অনুষ্ঠানে বাচ্চাদের নানা খেলাধুলা ছাড়াও বড়দের লাঠি খেলা ছিল বেশ আকর্ষণীয়। সবার দৃষ্টি কেড়েছে হাতে বানানো মজাদার পিঠা, মিষ্টিসহ বিভিন্ন খাবার।
পুনর্মিলনী অনুষ্ঠানে নিজ এলাকার প্রবাসীদের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। সেই সাথে উঠে আসে স্পেনের বাংলাদেশের কমিউনিটিতে সিলেট প্রবাসীদের ভূমিকা। ঈদ আনন্দকে সামনে রেখে কমিউনিটিকে আরো গতিশীল ও প্রাণবন্ত করার আহ্বান জানান সবাই।