কুয়েতে শ্রমিক দলের দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুয়েত শাখার সভাপতি আজিজউদ্দিন মিন্টুর বাবা মরহুম জাফর আহমেদ চৌধুরী ও সহসভাপতি মোহাম্মদ শাহ আলমের মা ছখিনা খাতুনের মৃত্যুতে দোয়া মাহফিলের আয়োজন করেছেন শ্রমিক দলের কুয়েত শাখার নেতারা।
কুয়েত সিটির একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার রাতে ওই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ শাহ আলম। সংগঠনের মহানগর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির কুয়েত শাখার সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আশরাফ উদ্দিন, সহসভাপতি সোয়েব আহমেদ, মাইন উদ্দিন, নাছের মুর্তজা, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির মায়মুন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুমিন উল্লাহ পাটোয়ারী, জাহিদুল রহমানসহ অনেক প্রবাসী। আলোচনা শেষে উপস্থিত সবাই দোয়া মাহফিলে অংশ নেন।