সাফাকে বাঁচাতে ২০ লাখ টাকা দেবেন সৌদি প্রবাসী মিজানুর
‘এক প্রবাসীর আকুতি, সাফাকে বাঁচাতে এগিয়ে আসুন’ শিরোনামে গত মঙ্গলবার কুমিল্লার একটি সংবাদমাধ্যমে এক আবেদন প্রকাশিত হয়। আর প্রকাশের পর খবরটি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রবাসীদের কাছে ভাইরাল হয়ে যায়। অনেকে সংবাদটি শেয়ার করে দুই কিডনি অকেজো সাফাকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ওই মানবিক আবেদনটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে এমন আহ্বানে সাড়াও মেলে। শেয়ার করা একটি লিংকে কমেন্ট করে মেয়েটির চিকিৎসায় আর্থিক সহযোগিতার ঘোষণা দেন সৌদি আরবপ্রবাসী বাংলাদেশি মিজানুর রহমান সুমন।
একটি স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা এই আবেদনটির লিংকের নিচে কমেন্ট করেন তিনি। সেখানে লেখেন, ‘আমি সাফার চিকিৎসার পুরো দায়িত্ব নিতে চাই এবং চিকিৎসার জন্য পুরো বিশ লক্ষ টাকাই দিব, ইনশাআল্লাহ।’
পরে এনটিভি অনলাইনের সৌদি কার্যালয়ের সন্ধানে জানা যায়, মিজানুর রহমান সুমন সৌদি আরবের একজন ব্যবসায়ী। তাঁর বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়। এর আগেও তিনি অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি এনটিভি অনলাইনের কাছেও শিশু সাফার চিকিৎসার পুরো টাকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, কুমিল্লার লাকসাম উপজেলার রেলস্টেশন চিতোসী গ্রামের শিশু সাফার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তার বাবা সোলায়মান আলী কাতারপ্রবাসী। সাফা এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের ১৬ নম্বরে ভর্তি আছে।