সৌদি আরবে বাংলাদেশ সোসাইটির মতবিনিময়
বাংলাদেশ সোসাইটির উদ্যোগে সৌদি আরবের আল-জুবাইল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হলো মতবিনিময় ও আলোচনা সভা।
সোসাইটির সভাপতি মো. নাছির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসিহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রবাসীদের সব সামাজিক ও অর্থনৈতিক কাজে দূতাবাস তাদের পাশে আছে। বাংলাদেশ সরকার সাধ্যমতো প্রবাসীদের জন্য কাজ করছে এবং আরো যা যা করার প্রয়োজন করে যাবে।
রাষ্ট্রদূত প্রবাসে সবাইকে মিলেমিশে দেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধির জন্য একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক মোস্তফা কামাল বাবুল। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ইকবাল হোসেন তালুকদার। আরো বক্তব্য দেন মো. জাকির হোসেন, সাদেক ভূইয়া, জুবাইল এরিয়া পুলিশ প্রশাসনের প্রধান সৌদি নাগরিক আবু ইজাম, মোস্তাক আহাম্মেদ, ডা. জাহিদুল ইসলাম ও আনোয়ার হোসেন পাটোয়ারী।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সিরাজুল ইসলাম ও আবিদ চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিলেন মো. ফারুক খান ও গায়ক রিংকু।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত গোলাম মসিহকে আয়োজক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। জুবাইল প্রদেশ ও এর আশপাশের এলাকায় কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এ আনন্দঘন আয়োজনে অংশ নেন।