সিঙ্গাপুরে এশিয়ান ইয়ুথ থিয়েটার উৎসব অনুষ্ঠিত
সিঙ্গাপুরে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হলো এশিয়ান ইয়ুথ থিয়েটার উৎসব। সিঙ্গাপুরে বাডস থিয়েটার আয়োজিত এই উৎসব গত শুক্রবার থেকে শুরু হয়ে গতকাল রোববার পর্যন্ত চলে এবং বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন নাটকের দল ‘প্রাচ্যনাট’। কবি জসীম উদ্ দীনের বিখ্যাত নাটক ‘বেদের মেয়ে’ পরিবেশন করে এবং দেশের লোকজ সংস্কৃতি বিদেশের মাটিতে তুলে ধরে তারা। নাটকটির নিদের্শনায় ছিলেন মো. সাইফুল ইসলাম, সহযোগী পরিচালক মো. সাখাওয়াত হোসেন ও কোরিওগ্রাফি করেছিলেন স্নাতা শাহরিন।
এশিয়ান ইয়ুথ থিয়েটার উৎসবের শেষ দিনে ও অনুষ্ঠিত হয় ‘বেদের মেয়ে’ নাটকের দ্বিতীয় প্রদর্শনী এবং সেই সময় উপস্থিত ছিলেন সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের শ্রম ও কল্যাণ সহকারী মো. আল আমিন হোসেন।
আল আমিন হোসেন বলেন, আমাদের দেশের শিল্পীদের এত সুন্দর পরিবেশনা দেখে আমি আনন্দিত। আশাকরি এই দলটি বিশ্বের যেকোনো জায়গায় তাদের অভিনয়ের মাধ্যমে দেশের জন্য সুনাম বয়ে আনবে।
নাটকের নির্দেশক সাইফুল ইসলাম জানান,বাংলার বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরতে নাটকটি উপযুক্ত এবং এর বিষয়বস্তু সার্বজনীন। এ জন্য এই নাটক নির্বাচন করা হয়েছে।
নাটকটিতে অভিনয় করেন, শাহরিয়ার রানা জুয়েল, মো. ফজলে রাব্বি খান, শারমীন আক্তার শর্মি, শাবনাম রহমান সন্ধি, সাইদুর রহমান শাহীন, তানজি কুন, প্রিয়ম মজুমদার, জুডি রোজারিও, আমব্রীন বারকাত ও গোপী দেবনাথ।
নাটক ছাড়াও এই উৎসবে আয়োজকরা বাংলাদেশের লোকসংগীত ও নৃত্য শিরোনামে একটি কর্মশালা করেন।
সিঙ্গাপুরের বাডস থিয়েটার থেকে প্রতিবছর আয়োজিত এই অনুষ্ঠানে এবার সিঙ্গাপুরের পাঁচটি নাটকের দলসহ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম ও বাংলাদেশের একটি করে মোট ১০টি দল অংশগ্রহণ করে।