সৌদি আরবে মিজানুর রহমান সুমনকে গণসংবর্ধনা
সৌদি আরবে মালেক তাকুয়া গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান সুমনকে গণসংবর্ধনা দিয়েছেন প্রবাসী নেতারা। স্থানীয় সময় শনিবার মক্কা নগরীর একটি হোটেলে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সম্প্রতি মিজানুর রহমান বাংলাদেশে গিয়ে রোহিঙ্গাদের জন্য প্রায় দুই কোটি টাকার ত্রাণসামগ্রী সহায়তা করেন। এ ছাড়া কুমিল্লার শিশু সাফার চিকিৎসার জন্য খরচ ২০ লাখ টাকা দেন। শনিবার মিজানুর রহমান মক্কায় ফিরলে তাৎক্ষণিক এই সংবর্ধনা দেন প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মক্কা প্রবাসী গোলাম মোস্তফা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোজাম্মেল হক।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিজানুর রহমান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুন খান, মজিবুল হক মজিব, সোহাগ হোসেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান সুমন তাঁর বক্তব্যে রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন হাসান জসিম, আবু তৈয়ব, মোশাররফ হোসেন প্রমুখ।
সংবর্ধনা ও আলোচনা সভায় মক্কা, তায়েফ ও জেদ্দার কুমিল্লার প্রবাসীসহ বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।