মালয়েশিয়ায় ঝড়ে বাংলাদেশি নিহত
মালয়েশিয়ার পেনাং প্রদেশে প্রবল ঝড় ও বৃষ্টিপাতের সময় গাছের চাপায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অপর এক বাংলাদেশি। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, দুই বাংলাদেশি পেনাং-এর কাম্পুং পারলিস এলাকায় একটি কাঠের ঘরে ভাড়া থাকতেন। ঝড়ের সময় একটি গাছ ওই বাড়িতে পড়লে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে সেবারাং জায়া হাসপাতালে পাঠানো হয়। আরেকজনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ছাড়া একটি নার্সিং হোম থেকে ৭৫ বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
সেবারাং পেরাই উতারার পুলিশ প্রধান এসিপি নুজাইনি মোহাম্মদ নূর জানান, প্রবল বৃষ্টিতে ওই এলাকায় হাঁটুপানির মধ্যেই উদ্ধার কাজ চলছে। শনিবারে ১৫ ঘণ্টা স্থায়ী হয় এই প্রবল ঝড় ও বৃষ্টি। শত শত গাছ উপড়ে পড়ে ও রাস্তাঘাট ডুবে প্রায় অচলাবস্থা তৈরি হয়।
মুখ্যমন্ত্রী লিম গুয়ান ইং জানান, বন্যাদুর্গত এলাকার এক হাজার ৯৬৮ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকাজে দেশটির সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা অংশ নিয়েছে।
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ভারি বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।