সিডনিতে বিউটি পার্লার উদ্বোধন করলেন অনন্ত জলিল ও সুমন
অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশিদের প্রিয় শহর রকডেল। যেখানে পাবেন বাংলাদেশি মুদি দোকান থেকে শুরু করে ক্যাফে, রেস্টুরেন্ট, হেয়ার ড্রেসিং, ট্রাভেল শপ এমনকি কমিউনিটির কয়েকটি মাসিক পত্রিকার অফিস। সম্প্রতি যুক্ত হলো বাংলাদেশি নতুন পার্লার।
৫ নভেম্বর দুপুরে রকডেলে ব্লাস অ্যান্ড বিউটি পার্লারের উদ্বোধন করেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল ও ব্যান্ড শিল্পী সুমন।
উদ্বোধনের পর অনন্ত জলিল বলেন, ‘সময়ের সাথে সাথে মানুষের মধ্যে রূপ সচেতনতা বাড়ছে। আমি ব্লাস অ্যান্ড বিউটি পার্লারের সাফল্য কামনা করছি।’
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ডিজে রাহাত, স্বাধীন কণ্ঠের সম্পাদনা পরিষদের সভাপতি কাজী আরমান, লিসেন ফরের সদস্য ইমনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
বিপুল তরুণ-তরুণী সিডনির বিভিন্ন শহর থেকে এসে শুভকামনা জানান।
বিউটি পার্লার চালু করা নিয়ে এর কর্ণধার শারমিন নিপা বলেন, ‘প্রবাসে পুরুষদের পাশাপাশি নারীরাও সমানতালে ব্যস্ত। আর এই ব্যস্ততার কারণে নিজের ত্বকের প্রতি যত্ন নেওয়ার সময়টুকু থাকে না। তাই নিজেকে সুন্দর করে উপস্থাপন করার জন্য বেছে নিতে হয় পার্লারকে। আর এই কথাটাকে মাথায় রেখেই পার্লার ব্যবসা শুরু করলাম। আমার সঙ্গে দুজন বিশেষজ্ঞ আছেন পপি কবির ও মৌ (রঙ্গন)। তাঁরাও এই প্রতিষ্ঠানটির পরিচালক। পপি কবির ইন্ডিয়ান কমিউনিটিতে খুব জনপ্রিয়। আশা করছি তিনি খুব শিগগিরই বাংলাদেশি কমিউনিটিতেও জনপ্রিয় হয়ে উঠবেন। সবচেয়ে আনন্দের বিষয় হলো উদ্বোধনের আগেই আমরা সাতটা ইভেন্টের বুকিং পাই। আমার অন্য বিজনেসের মতো এটাকেও সমান গুরুত্ব দেব ইনশা আল্লাহ।’
শারমিন নিপা আরো জানান, সাজতে পছন্দ করেন এমন নারীরা এখন থেকে মানসম্মত বিউটি অ্যান্ড হেয়ার ট্রিটমেন্টের পাশাপাশি সাজতে পারবেন মনের মতো করে।
এর আগে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানস্থলে এলে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।