মালয়েশিয়ায় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার রাতে কুয়ালালামপুরের হোটেল সলিলে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান রতন তালুকদার। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এস এম বশির আলম।
সভার প্রধান অতিথি বিএনপির ঢাকা মহানগর উত্তরের সভাপতি আলহাজ এম এ কাইয়ুম বলেন, ৭ নভেম্বর না হলে বাংলাদেশে বহুদলীয় রাজনীতি কিংবা গণতন্ত্রের বিকাশ ঘটত না। সেদিন সিপাহী জনতা জিয়াউর রহমানকে মুক্ত করে দেশকে উপহার দিয়েছিলেন একজন শান্তির দূত। ৭ নভেম্বরের চেতনাকে কাজে লাগিয়ে অবৈধ সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ মোশাররাফ হোসেন। তিনি বলেন, ভোটারবিহীন নির্বাচনে অবৈধভাবে ক্ষমতায় এসে আওয়ামী লীগ যতই মিথ্যা মামলা-হামলা করুক, জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যাবে না।
মোশাররাফ হোসেন আরো বলেন, দেশ যখন অপশাসনে নিপতিত হয়, তখন গণতন্ত্র ও স্বাধীনতাযুদ্ধের মূল্যবোধ-অঙ্গীকার হুমকির সম্মুখীন হয়। এজন্য ৭ নভেম্বরের চেতনায় দেশের সব জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মালয়েশিয়া যুবদলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, রমজান আলী, জামশেদ আলম আরমান, আমজেদ হোসেন মৃধা, গোলাম কিবরিয়া, মাহমুদুর রহমান, মতিউর রহমান, আবদুল আহাদ, খোকন তালুকদার, এস এম কাওসার আলম এলিন, শেখ মোহাম্মদ সেলিম, মোশারফ হোসেন হৃদয়, বাদল আহমেদ, শেখ মোহাম্মদ জালাল, মোহাম্মদ শাহাবুদ্দিন শিহাব, আনোয়ার হোসেন, হেলাল শিকদার, টিপু সুলতান, কাওসার ভূঁইয়া, আবুল কাসেম নয়ন প্রমুখ।