মালয়েশিয়ায় রিজেন্ট এয়ারওয়েজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশি বেসরকারি বিমান পরিবহন প্রতিষ্ঠান রিজেন্ট এয়ারওয়েজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে মালয়েশিয়ায়।
গত রোববার দেশটির রাজধানী কুয়ালালামপুরে রিজেন্ট এয়ারওয়েজের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবিএম ট্রাভেল ও রিজেন্ট এয়ারওয়েজ জিএসএ কুয়ালালামপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিএম ট্রাভেলের চেয়ারম্যান ও রিজেন্ট এয়ারওয়েজের কুয়ালালামপুরের জিএসএ প্রকৌশলী বাদলুর রহমান খান, তিনোকি ট্রাভেলের চেয়ারম্যান দাতু শ্রী রিজাল, রিজেন্ট এয়ারওয়েজের স্টেশন ব্যবস্থাপক রমেশ কৃষ্ণা, এবিজিএসএ কুয়ালালামপুরের প্রধান কর্মকর্তা (সিও) হাবিবা হিজি টুইট।
অনুষ্ঠানে বাদলুর রহমান খান বলেন, সাশ্রয়ী মূল্য, উন্নত সেবা আর আরামদায়ক ভ্রমণের জন্য মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিদের কাছে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে রিজেন্ট এয়ারওয়েজ। প্রবাসীদের সার্বিক সহযোগিতায় রিজেন্ট এয়ারওয়েজ এত দূর আসতে পেরেছে।
বাদলুর রহমান খান বলেন, ‘আপনাদের সেবা ও ভালোবাসায় আমরা সামনে এগিয়ে যেতে চাই।’
অনুষ্ঠানে বিভিন্ন ট্রাভেল প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন বাদলুর।