দক্ষিণ আফ্রিকায় যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দক্ষিণ আফ্রিকায় যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দক্ষিণ আফ্রিকার ফোর্ডসবার্গ টেস্ট অব ইন্ডিয়া রেস্টুরেন্টে গত শনিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ দক্ষিণ আফ্রিকা শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুবলীগ দক্ষিণ আফ্রিকা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুকবল মজুমদারের সভাপতিত্বে মো. মিলনের উপস্থাপনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ দক্ষিণ আফ্রিকা শাখার সাধারণ সম্পাদক আবদুল আওয়াল তানসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ দক্ষিণ আফ্রিকা শাখার সাংগঠনিক সম্পাদক আবদুল আওয়াল সোহেল।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন মো. সায়েম, ইলিয়াস হোসেন, আনোয়ার হোসেন, বাদল মৃধা, ইসমাইল হোসেন, মো. হাসান, গোলাম হোসেন, মো. রফিকুল ইসলাম ভুঁইয়া, এলিট হোসেন, জয় হোসেন, আরাফাত চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয় এবং যুবলীগ দক্ষিণ আফ্রিকার বর্তমান কমিটি ভেঙে দিয়ে আগামী ৩ ডিসেম্বর কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি করার তারিখ ঘোষণা করা হয়।