কুয়েতপ্রবাসী বাংলাদেশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মিলনমেলা
কুয়েতপ্রবাসী বাংলাদেশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সোসাইটি ইন কুয়েতের (বাদেশিক) উদ্যোগে পিকনিকের আয়োজন করা হয়েছিল। গত শুক্রবার কুয়েত সিটি থেকে শত মাইল দূরে কাবদ নামক মরুভূমি অঞ্চলের রিসোর্টে এই পিকনিকের আয়োজন করা হয়।
বাদেশিকের সভাপতি জিন্না খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। এ সময় রাষ্ট্রদূতের পরিবারের সদস্য ছাড়াও কাউন্সিলর (শ্রম) আব্দুল লতিফ খান, বাংলাদেশ কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, বাদেশিক ও বিভিন্ন সংগঠনের নেতাসহ তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন, এমন আয়োজন নতুন প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে পরিচয় করে দিতে সহায়ক ভূমিকা রাখবে। এমন আয়োজনে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।