সাংবাদিকদের সঙ্গে অস্ট্রেলিয়ার আ. লীগ নেতাদের মতবিনিময়
অস্ট্রেলিয়ার সিডনি শাখা আওয়ামী লীগের নেতারা সেখানকার বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
স্থানীয় সময় রোববার দুপুরে সিডনি শহরের ওয়ালি পার্কে অবস্থিত গ্রামীণ পার্কে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিডনি আওয়ামী লীগের সভাপতি গাউসুল আজম শাহজাদা। সঞ্চালনা করেন সিডনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক।
সভায় আরো বক্তব্য দেন সিডনি আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক রিজভী শাওন, দপ্তর সম্পাদক কামরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক হাসান ফারুক শিমুন রবিন প্রমুখ।
অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক এনটিভি অনলাইনকে জানান, অস্ট্রেলিয়ার সিডনি ও ক্যানবেরা শহরে আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া দেশটির বিভিন্ন প্রদেশে দলের কমিটি পুনর্গঠন শুরু হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসী কর্মীদের চাঙ্গা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় সিডনি আওয়ামী লীগের ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সভায় বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ড. মাসাদুল হক, ড. রতন কুণ্ডু, শাহদাৎ হোসেন, রহমত উল্লাহ, কৃষিবিদ খলিলুর রহমান, এনটিভি সিডনি প্রতিনিধি ড. চঞ্চল মাহমুদ, ডিবিসি টিভির সিডনি প্রতিনিধি নাইম আবদুল্লাহ, বিদেশবাংলা টোয়েন্টিফোর ডটকম সম্পাদক মো. আবদুল মতিন , বাংলাকথা সম্পাদক আবদুল আউয়াল, দিনলিপি ডটকম অনলাইনের চেয়ারম্যান এস এম দিদার হোসেন প্রমুখ।