সিঙ্গাপুরে পরবাসীকথার শুভেচ্ছা সওগাত অনুষ্ঠিত
সিঙ্গাপুরপ্রবাসী বাঙালি কবিদের কবিতা সংকলন পরবাসীকথার শুভেচ্ছা সওগাত অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার সন্ধ্যায়।
৪২০ নর্থব্রিজ সিটিবুক রুম বই বিতানে অনুষ্ঠানের আয়োজন করে সিঙ্গাপুর বাংলা সাহিত্য পরিষদ। অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর আয়েশা সিদ্দিকা শেলী, শ্রম ও কল্যাণ সহকারী মো. আল আমিন হোসেন।
সঞ্চালনায় ছিলেন সিঙ্গাপুর অভিবাসী কবিতা প্রতিযোগিতার প্রধান, ভ্রমণ সাহিত্যিক শিবাজি দাস।
কথা বলেন সিটিবুক রুমের কর্ণধার তান ওয়ান চিন, পরবাসীকথার সম্পাদক জাকির হোসেন খোকন ও মনির আহমদ, অনুবাদক দেবব্রত বসু, কবি এলভিন প্যাং, আন্নালিজা বাকরি, শরিফ উদ্দিন ও শ্রম কাউন্সিলর আয়েশা সিদ্দিকা শেলী।
পরবাসীকথার কবি, সম্পাদক, অনুবাদক, প্রকাশক, মুখবন্ধকার ও সহযোগীদের হাতে শুভেচ্ছা সওগাত তুলে দেন শ্রম কাউন্সিলর আয়েশা সিদ্দিকা শেলী।
শ্রম কাউন্সিলর তাঁর কথায় বাঙালি কবিদের কর্ম ও কবিতার সাফল্য কামনা করেন। শ্রম ও সংস্কৃতিতে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন।
বইয়ের মুখবন্ধকার কবি এলভিন প্যাং জানান, ‘বাঙালি কবিদের অনবদ্য সৃষ্টি এই বই, প্রতিটি কবিতাই আমাকে মুগ্ধ করে।’
অনুষ্ঠানের একপর্যায়ে সিঙ্গাপুর বাংলা সাহিত্য পরিষদ থেকে অতিথি আয়েশা সিদ্দিকা শেলী, এলভিন প্যাং ও বুকটিক বই বিতানের কর্ণধার তান ওয়ান চিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।