মালয়েশিয়ায় ইলোরা ইন্টারন্যাশনাল ড্যান্স একাডেমির যাত্রা শুরু
নৃত্যশিল্পী ও নৃত্যের শিক্ষক ইলোরা রেজার তত্ত্বাবধানে মালয়েশিয়ায় যাত্রা শুরু করেছে ইলোরা ইন্টারন্যাশনাল ড্যান্স একাডেমি। কুয়ালালামপুরের জালান পাহাংয়ের হেরিটেজ কন্ডোমিনিয়ামে এর কার্যক্রম শুরু হয়েছে।
ইলোরা রেজা জানান, মালয়েশিয়ায় বসবাস করছে ১০ লক্ষাধিক বাংলাদেশি। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এখানে বসবাস করেন। তাঁদের ছেলে-মেয়েরা এখানে দেশীয় অনেক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাঁদের জন্যই আমার এই একাডেমি।
ইলোরা আরো জানান, এ একাডেমিতে স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির স্টুডেন্ট ছাড়াও বাচ্চারা নাচ শিখতে পারবে। এখানে ক্লাসিক্যাল, মডার্ন, হিপহপ ও বেইলি ড্যান্স শিখানো হবে। প্রতি শনি ও রোববার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্লাস হবে। গত ২ ডিসেম্বর থেকে এর ক্লাস কার্যক্রম শুরু হয়েছে।
কুষ্টিয়া সরকারি কলেজ থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও প্রাইম ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন ইলোরা। শিল্পকলা একাডেমি থেকে ক্লাসিক্যাল ড্যান্সের ওপর চার বছরের কোর্স সম্পন্ন করেন তিনি।
বাংলাদেশে অর্ধ শতাধিকসহ চীনের জুহাই সিটি ও ভারতের কলকাতায় ড্যান্স শো করেছেন ইলোরা। ভর্তিসংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ- +৬০১৬৫৩০৪৩৯৬/ +৬০১৪৯৪৭৩৮০০