দক্ষিণ আফ্রিকা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত
দক্ষিণ আফ্রিকা যুবলীগের দ্বিবার্ষিক সম্মেলন এবং নির্বাচন জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বিসমিল্লাহ কমিউনিটি হলে শুকবল মজুমদারের সভাপতিত্বে মো. ইলিয়াসের উপস্থাপনায় দ্বি-বার্ষিক সম্মেলন এবং কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
সরাসরি নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাদল মৃধা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মিলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আওয়াল তানসেন। তিনি বলেন, ‘আমাদের প্রবাসীদের নিয়ে কাজ করতে হবে, ক্ষমতার অপব্যবহার করা যাবে না এবং আমাদের ভালো ভালো কাজের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনার সুনাম তুলে ধরতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার সাব্বির আহমেদ চৌধুরী। তিনি বলেন, পাসপোর্টের যে সমস্যা গত কয়েক মাস থেকে হচ্ছে, আমরা ঠিক করার চেষ্টা করছি। সম্মেলনের উদ্বোধন করেন দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন চৌধুরী। গোপন ভোটের মাধ্যমে আট পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তথ্য সম্পাদক মো. জাবেদ এবং কোষাধ্যক্ষ তপু রায়হান স্বপন নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শামিম, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ইসমাইল, প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন সাঈদ খোকন, আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন হারুনুর রশিদ। সম্মেলনে অন্যদের মাঝে বক্তব্য দেন দক্ষিণ আফ্রিকা বিএনপির সদস্য সচিব মো. কাজল মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আওয়াল সোহেল, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আরব আলী, দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের শামিম। এ ছাড়া প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, নির্বাচন কমিশনার মো. গোলাপ হোসেন দুলাল, রফিকুল ইসলাম, মহিউদ্দিন দিদার, আনিসুর রহমান, মো. সায়েম, মো. ফারুক মিজানুর রহমান, আরাফাত চৌধুরী রাহাত, মো. হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।