বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতিতে বিশ্বে সম্মানের জায়গা তৈরি হলো
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় মালয়েশিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
লেবার কাউন্সিলর সায়েদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার বলেন, ৭ মার্চের এ ভাষণের স্বীকৃতির মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্ববাসী নতুন করে চিনল। সারা বিশ্ব একাত্তরের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বকে যেমন সম্মানের সঙ্গে স্বীকৃতি দিয়েছিল, একইভাবে তাঁর ভাষণকেও স্বীকৃতি দিল। এর মাধ্যমে বাংলাদেশের জন্য বিশ্বব্যাপী একটি সম্মানের জায়গা তৈরি হলো। একই সঙ্গে বঙ্গবন্ধুর এই অমর কাব্য তরুণ প্রজন্মের কাছে নতুন করে পরিচিতি পেল।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা নির্মলেন্দু গুণের একটি কবিতা আবৃত্তি করেন হাইকমিশনের পলিটিক্যাল মিনিস্টার রাইচ হাসান সরোয়ার।
আলোচনা শেষে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এ সময় শহীদ মিনারের অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, আওয়ামী লীগের নেতারা।