কুয়ালালামপুরে বিজয় দিবস পালন
মহান বিজয় দিবস পালন করেছে মালয়েশিয়ায় কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাস। গতকাল শনিবার দূতাবাস প্রাঙ্গণে স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার মো. শহীদুল ইসলাম। এ সময় মালয়েশিয়া আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
পরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দোয়া পরিচালনা করেন দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সোহরাব হোসেন ভূঁইয়া।
দিবসটি উদযাপন উপলক্ষে ওই দিন দুপুরে স্থানীয় একটি হোটেলে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইকমিশনার শহীদুল ইসলাম। সঞ্চালনা করেন শ্রম কাউন্সিলর সায়েদুল ইসলাম মুকুল।
এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে হাইকমিশনের ডিফেন্স উইং প্রধান এয়ার কমোডর মো. হুমায়ূন কবির, দূতালয় প্রধান ওয়াহিদা বেগম, কমার্শিয়াল উইং প্রধান ধনঞ্জয় কুমার দাস এবং দ্বিতীয় সচিব পলিটিক্যাল তাহমিনা ইয়াছমিন।
হাইকমিশনার শহীদুল ইসলাম বলেন, ‘স্বাধীনতার লাল সূর্য অর্জিত হয়েছিলো বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানে নেতৃত্বে। বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে চলেছে।’ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী বাংলাদেশিদের আরো সচেতনভাবে চলার পরামর্শ দেন হাইকমিশনার শহীদুল ইসলাম।
সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা,গান ও নাচ পরিবেশন করেন দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা। কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান ও গানের তালে তালে নাচ পরিবেশন করা হয়। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল জয় ও পার্থিবের গাওয়া স্বাধীনতা যুদ্ধকালীন জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’ গানটি।
এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এম এস কে শাহীন, শ্রম শাখার প্রথম সচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মো. মশিউর রহমান তালুকদার, দ্বিতীয় সচিব শ্রম মো. ফরিদ আহমেদ, কল্যাণ সহকারী মোকছেদ আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, জহিরুল ইসলাম জহির, ব্রাউন সোহেল, শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সহসভাপতি শাহ আলম হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মোনায়েম খান।