সিঙ্গাপুরে মুক্তি পাচ্ছে তৌকীরের ‘হালদা’
তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবিটি সিঙ্গাপুরে মুক্তি পাচ্ছে। সিঙ্গাপুরের বুগিজ শহরের শো টাওয়ারে আগামী ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর ছবিটি কার্নিভাল সিনেমা হলে দেখা যাবে । ছবিটির সিঙ্গাপুর পরিবেশক রাদুগা প্রোডকাশন।
আগামী ২৩ ডিসেম্বর শনিবার ছবিটির প্রথম শো প্রদর্শিত হবে রাত ৮ টা ৩০ মিনিটে, দ্বিতীয় শো রোববার দুপুর ২টা ৩০ মিনিটে ও শেষ শো প্রদর্শিত হবে সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে। টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ সিং ডলার অথবা অনলাইন বুকিং দেওয়া যাবে carnivalcinemas.sg থেকে।
‘হালদা’ ছবি সম্পর্কে সিঙ্গাপুর প্রবাসী লেখক মাহবুব হাসান দিপু জানান, প্রবাসে বাংলাদেশি ছবির দর্শকপ্রিয়তা বাড়ছে। বাংলাদেশের ছবির সম্পর্কে এগিয়ে নেওয়ার জন্য আমাদের হলমুখি হওয়ার দরকার। বাংলাদেশের সব সুন্দর কাজেই সঙ্গে আমরা থাকব।
জাকির হোসেন খোকন বলেন, ‘প্রবাসীদের স্বদেশ শূন্যতা কিছুটা হলেও ছবি দিয়ে পূরণ করা সম্ভব। এ জন্য প্রয়োজন সাহিত্য ও সংস্কৃতির বিকাশ।’
বাংলাদেশে ‘হালদা’ ছবিটি মুক্তি পায় গত ডিসেম্বর। আজাদ বুলবুলের কাহিনী অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ নিজেই। এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র হালদা নদী ও এর দুই পারের জেলেদের জীবন নিয়ে চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে।
ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, রুনা খান প্রমুখ।