মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের বিশ্ব অভিবাসী দিবস পালিত
‘নিরাপদ অভিবাসন যেখানে টেকসই উন্নয়ন সেখানে' স্লোগান নিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব অভিবাসী দিবস। গত সোমবার কুয়ালালামপুরের ট্যুরিজম সেন্টারের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইকমিশনার মো. শহিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন শ্রম কাউন্সিলর সায়েদুল ইসলাম।
এতে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন প্রতিরক্ষা উপদেষ্টা এয়ার কমোডর হুমায়ূন কবির ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের মিনিস্টার (পলিটিকাল) রইছ হাসান সরোয়ার। পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন কমার্শিয়াল উইং প্রধান ধনঞ্জয় কুমার দাস, প্রবাসীকল্যাণমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব (কনস্যুলার) এম এস কে শাহীন, স্বরাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মো. মশিউর রহমান তালুকদার, প্রবাসীকল্যাণ সচিবের বাণী পাঠ করেন প্রথম সচিব তাহমিনা ইয়াছমিন।
হাইকমিশনার শহিদুল ইসলাম বলেন, দেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করতে অভিবাসী কর্মীরা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সে অবদানকে মূল্যায়ন করাই এ দিবসের উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে বিষয়ভিত্তিক প্রেজেন্টেশন তুলে ধরেন দূতাবাসের শ্রম কাউন্সিলর সায়েদুল ইসলাম।
আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও রাজনীতিক, সাংবাদিক, প্রবাসীরা উপস্থিত ছিলেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।