প্রবাসীদের নিয়ে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
দক্ষিণ এশিয়ার বসন্তনগরী সিঙ্গাপুরে বিভিন্ন দেশের প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী রোববার সিঙ্গাপুরের ১১৩ সৈয়দ আলি রোডের মালাবারের হলরুমে আয়োজন করা হবে এই অনুষ্ঠানের। অনুষ্ঠানে থাকবে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের প্রবাসীদের নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা।
সিঙ্গাপুরপ্রবাসী কবিদের হৃদয় নাড়ানো কবিতা আবৃত্তি, প্রবাসী লেখকদের আলোচিত বই প্রদর্শনী, বহুল জনপ্রিয় সিঙ্গাপুর মাইগ্র্যান্ট ব্যান্ডের মন-মাতানো গানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে। এ ছাড়া প্রবাসজীবন নিয়ে গুণীজনদের স্মৃতিচারণ ও কর্মজীবনের আলোকে রচিত সচেতনতামূলক নাটিকা ‘The Eagle Eye’। পাশাপাশি থাকছে বিভিন্ন দেশের নৃত্যদলের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা।
এ প্রসঙ্গে অনুষ্ঠানের প্রধান আয়োজক ফজলে এলাহী রুবেল বলেন, ‘কর্মব্যস্ত প্রবাসজীবনেও আমরা আমাদের লাল-সবুজের দেশীয় সংস্কৃতিকে বুকে লালন করে আসছি।’
দেড় লাখ প্রবাসী বাঙালির মিলনমেলা এই সিঙ্গাপুর। আমরা আমাদের দেশীয় সংস্কৃতিকে বিভিন্ন সংগঠনের মাধ্যমে বরাবরই বিশ্বের আঙিনায় তুলে ধরে আসছি। আশা করি, এযাবৎকালের সর্ববৃহৎ এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী কর্মীরা তাঁদের প্রতিভা সিঙ্গাপুরের জনগণের কাছে ফুটিয়ে তুলতে পারবেন। পাশাপাশি বিভিন্ন ভাষাভাষী শ্রমিকদের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করতে সহায়তা করবে এই অনুষ্ঠান।
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে থাকছেন বাংলাদেশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রধান অতিথি থাকবেন টি ডব্লিউ টু (TW2)-এর সদস্য দেবী ফারদাইস। বিশেষ অতিথি থাকবেন ভ্রমণবিষয়ক লেখক শিভাজি দাস এবং সিঙ্গাপুর হিউম্যানিস্ট সোসাইটির চেয়ারম্যান টান টাট সি। বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত পর্যায়ক্রমে সাজানো হয়েছে এই অনুষ্ঠান।
অনুষ্ঠানের আয়োজনে থাকছেন ফজলে এলাহী রুবেল, পন চৌধুরী, এ. কে. জিলানী, সৌর্যিক সারথি দাস, জাহাঙ্গীর খান, ও এম ডি শরিফসহ সিঙ্গাপুরের একঝাঁক তরুণ প্রবাসী।
বাঙালি অধ্যুষিত মোস্তফা সেন্টারের দ্বিতীয় গেটসংলগ্ন মালাবার ডায়ামন্ড ভবনের তৃতীয় তলার হলরুমে আয়োজিত এই অনুষ্ঠান উপভোগের জন্য সিঙ্গাপুরের অধিবাসী ও সব অভিবাসীকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কমিটি।