মালয়েশিয়ায় ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মালয়েশিয়ায় ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কুয়ালালামপুর বুকিত বিনতাংয়ের হোটেল সলিলে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে মালয়েশিয়া শাখা ছাত্রলীগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল সিকদার।প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জামশেদ আহমদ ।
কুয়ালালামপুর মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আসিবুল হাসনাত রাফির যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির খান, মালয়েশিয়া আওয়ামী লীগের সহসভাপতি আবদুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সর্দার, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হক জোসেফ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মার্শাল পাভেল, সানওয়ে ছাত্রলীগের আহ্বায়ক তারেকুল আলম চৌধুরী।
প্রধান অতিথি জামশেদ আহমদ বলেন, আগামী নির্বাচনে নৌকাকে নির্বাচিত করতে মালয়েশিয়া ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বহির্বেশ্বে ছাত্রলীগের কোনো কমিটিতে যেন জামায়াত-শিবির ও বিএনপির কেউ প্রবেশ করতে না পারে সেদিকে কঠোর নজর দিতে হবে।
মালয়েশিয়া ছাত্রলীগকে আগামী নির্বাচনের জন্য এখন থেকে মাঠে নামার আহ্বান জানান তিনি।
এ সময় মালয়েশিয়া ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আক্তার উদ্দিন মাহমুদ পারভেজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন।
১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।
মালয়েশিয়ায় অবস্থানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিপুল ছাত্রলীগ নেতাকর্মী অনুষ্ঠানে যোগ দেন।