লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিএনপির হামলার অভিযোগ
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলা চালিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। স্থানীয় সময় গতকাল বুধবার বিকেল ৫টার দিকে পুলিশি বাধা উপেক্ষা করে হাইকমিশনের ভেতরে প্রবেশ করেন তাঁরা।
এর আগে গতকাল দুপুর থেকেই শতাধিক মানুষ হাইকমিশন ভবন ঘেরাও করেন।
হামলার ঘটনার পর পুলিশ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিনকে আটক করে।
এদিকে, রায়কে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে—এমন অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির অস্ট্রেলিয়া শাখা। এনটিভির অস্ট্রেলিয়া প্রতিনিধি রাশেদ শ্রাবন জানান, ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন প্রবাসী বিএনপির নেতাকর্মীরা। সমাবেশে ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগান দেন তাঁরা।